যশোরে বিশ বোতল ফেনসিডিলসহ রেজাউল আমীন মিল্টন নামে এক আসামীকে গ্রেফতার করেছে ডিবি।
২ মার্চ (বুধবার) ডিবি যশোরের এসআই মোঃ শাহিনুর রহমান,এএসআই মোঃ আশরাফুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঐদিন দুপুরে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন উপশহরস্থ ওয়ার্ড নং-০৯, সেক্টর নং-৭, হোল্ডিং নং-১০, ই-ব্লক রোডের ধৃত আসামী মোঃ রেজাউল আমীন মিল্টন এর বসত বাড়ি হইতে আসামী (১) রেজাউল আমীন মিল্টন (৫০), পিতামৃত- রুহুল আমীন, সাং- উপশহর, ওয়ার্ড নং-০৯, সেক্টর নং-৭, হোল্ডিং নং-১০, ই-ব্লক রোড, থানা- কোতয়ালী, জেলা- যশোরকে ২০ (বিশ) বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মালামালের মূল্য ৪০,০০০/= টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন। প্রকাশ থাকে মিল্টন আগেও একাধিকবার ফেন্সি সহ গ্রেফতার হয়েছেন।মিল্টন গ্রেফতার হন আবার জামিন হয়ে ফের ফেস্নিডিলের ব্যবসায় জড়িয়ে পরেন।