আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৫৬

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে নেত্রীর পাশে থেকে কাজ করে যাব : এমপি শাহীন চাকলাদার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণকেই সবচেয়ে বেশি ভালবাসতেন। তিনি সকল সময় বাংলার সাধারণ মানুষের কথা বলতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে মানুষের জন্য সারাজীবন কাজ করে যাবো।

গতকাল সন্ধ্যায় কেশবপুর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হবে। প্রতিটি সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের সময় আমি নিজে উপস্থিত থেকে কমিটি করার চেষ্টা করবো। আমি তৃণমূল নেতাকর্মীদের বেশি ভালোবাসি। নেত্রীর পাশে থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণকরে কেশবপুরে আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনকে শক্তিশালী করা হবে। সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে দলকে সম্পৃক্ত করা হবে।

সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জি এম হোচেনের সভাপতিত্বে ও আওয়ামী লীগনেতা মশিয়ার দফাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, ওয়ার্ড আওয়ামী লীগনেতা নওশের আলী, ছাত্রলীগনেতা আবুল কালাম আজাদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহসভাপতি অ্যাড. রফিকুল ইসলাম পিটু, যুগ্মসম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক, মশিয়ার গাইন, আব্দুর রশিদ প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত