আজ - শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৪৪

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে শীক্ষার্থীদের মধ্যে শাহারুল ইসলামের সাইকেল বিতরণ।

স্টাফ রিপোর্টার : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পুলেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেধাবী শীক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেছেনে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি শাহারুল ইসলাম।

আজ সোমবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজান আলী সহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

পুলেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মোট ৬ জন মেধাবী শীক্ষর্থীদের মধ্যে ৬ টি সাইকেল বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ ইব্রাহীম বলেন , শুধু বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন নয় শিক্ষার মানোন্নয়ন করতে হবে, শুধু শিক্ষিত হলে হবেনা তোমাদের মানুষ হতে হবে এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ইউএনও।

ভিডিও

বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন স¤পাদক শাহারুল ইসলাম বলেন আজ যারা সাইকেল পাচ্ছে আগামীতে এ সংখ্যা যেন আরও বৃদ্ধি পায়। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এমন ভাবে নিজেদের এখন থেকে তৈরি করো। স^াধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেম , সর্বপোরি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা ভুলোনা কখোনও। এরপর মেধাবী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় ও তাঁদের সুবিধা অসুবিধার কথা শোণেন শাহারুল ইসলাম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত