আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৩১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কাজীপুরে খন্দকার আলমের কুরআন শরীফ বিতরণ।

মুনতাসির মামুন।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার আলম মাদ্রাসা ছাত্রীদের মধ্যে কুরআন শরীফ, হেজাব ও রেহেলকাঠ বিতরণ করেছেন।

আজ মঙ্গলবার (১৭ ই মার্চ) বিকেলে রামনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড পশ্চিম কাজীপুরে নূরে মদিনা মহিলা কওমি মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন, হেজাব ও রেহেলকাঠ বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হযরত ওমর (রাঃ) জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পশ্চিম কাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল মোমেন, প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব ডাঃ চান আলী বিশ্বাস, হাজী আজগর আলী শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আলী হোসেন প্রমুখ।

আরো সংবাদ