আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৫৬

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে যশোর জেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

যশোর প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে যশোর জেলা আওয়ামীলীগ। আজ সোমবার বিকেলে যশোর দড়াটানা ভৈরব চত্তরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন যশোর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু।

এসময় আরও উপস্থিত ছিলেন,যশোর জেলা আওয়ামীলীগের  সহ সভাপতি খয়রত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সাবেক এমপি  অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু , প্রচার সম্পাদক হয়েছেন মহিউদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হাসান মিলন, ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এম এম রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মুমেল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “পাকিস্তানের প্রেতাত্মারা ফের সক্রিয় হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এই গুটিকয়েক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করতে হবে। যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় নেই। বক্তারা আরও বলেন, ভাস্কর্য ভাংচুর এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের সময় মৌলবাদী শক্তিকে পরাজিত করে এ দেশ স্বাধীন হয়েছে। যারা মূর্তি ও ভাস্কর্য নিয়ে বিতর্ক তৈরি করছে, তাদের উদ্দেশ্য আমরা বুঝে গেছি। আপনারা আপনাদের পেয়ারের পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছেন।  পাকিস্তানের ভালোবাসা এখনও ছাড়তে পারে নাই।”

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত