স্টাফ রিপোর্টার।। যশোরে আরবপুর ইউনিয়নের ধর্মতলায় ইজিবাইক মালিক ও চালক সমিতি এবং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২ (চৌগাছা ঝিকরগাছা) আসনের সাংসদ মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, সাংগঠনকি সম্পাদক মীর জহুরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শেখ রোকেয়া পারভীন ডলি, প্রচার সম্পাদক মাহমুদ হাসান বিপু, উপ-প্রচার সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য কাজী আলমগীর হোসেন , যশোর পৌরসভার কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মোস্তা, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সহ সভাপতি নিয়ামত উল্ল্যাহ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান কবির শিপলু, এমএম কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম এবং আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন চাকলাদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আইন করে তার বিচার বন্ধ করে রাখেন জিয়াউর রহমান। আর এদেশের মানুষ যাতে বঙ্গবন্ধুকে স্মরণ করতে না পারে এজন্য দাগি সন্ত্রাসীদের নিয়ে ফ্রিডম পার্টি গঠন করে। ২১ বছর ধরে তাদের নির্যাতন সহ্য করে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য রাজপথে ছিলাম। তারা আমাদের দোয়া মাহফিলের খিচুড়ির ডেগ লাথি মেরে ফেলে দিয়েছে। আজ সময় বদলে গেছে। তবে তাদের চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিঁনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা মাসুদ রানা সর্দার। এর আগে ইজিবাইক মালিক ও চালক সমিতির সাধারণ সম্পাদক বাদশার নেতৃত্বে শোক র্যালি অনুষ্ঠিত হয়ে। আলোচনা ও দোয়া মাহফিল শেষে মানবভোজ বিতরণ করেন নেতৃবৃন্দ।