আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১০

বদলগাছীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার

নওগাঁর বদলগাছীতে আরবি পড়ানোর সময় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু হাসান (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ মে) সকালে উপজেলার মিঠাপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রাম থেকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। আবু হাসান ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আবু হাসানের কাছে গত চারমাস ধরে আরবি শিখে ওই ছাত্রী। শনিবার সকালে অন্য শিশুরা আসতে দেরি হলে ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন আবু হাসান। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে দেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নির্যাতিতা শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

আরো সংবাদ