আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৩১

বন্ধুমহল সংগঠন যশোর শাখার পক্ষ থেকে যশোর শহরে ইফতার বিতারণ

হাসিবুল ইসলাম শান্ত, যশোর ।। বন্ধুমহল সংগঠন যশোর জেলা শাখার সদস্যদের নিজস্ব অর্থায়নে আজ সোমবার বিকালে যশোর শহরের বিভিন্ন স্থানে শতাধিক কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতারণ করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহম্মেদ অভি এবং সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ আহমেদ এর নেতৃত্বে ইফতার বিতারণ করা হয়।

এ সময়ে বন্ধুমহল সংগঠনের সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহম্মেদ অভি সাংবাদিকদের বলেন, শ্রমজীবি, নিম্ন আয়ের অসহায় মানুষদের একটু সহযোগিতা করতে কোন উদ্দেশ্য নয়-মানবিকতার ডাকে সাড়া দিয়ে আমরা নিজ উদ্যোগে কিছু ইফতার সামগ্রী বিতরণ করেছি।
ইফতার বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আরমান সহ অনেকে।

আরো সংবাদ