আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৪২

বরিশালে শাশুড়ির গলা কাটলেন পুত্রবধূ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামে শাশুড়িকে জবাই করে হত্যা করেছেন পুত্রবধূ। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টায় এ ঘটনা ঘটেছে। নিহত শাশুড়ি নাজনীন বেগম (৪৮) শ্যামপুর গ্রামের মৃত হানিফ হাওলাদারের স্ত্রী।

জানা গেছে, নাজনীন বেগমের ছোট ছেলে উজ্জ্বল হাওলাদার (২৮) ঢাকায় চাকরি করেন। উজ্জ্বলের স্ত্রী লাবণ্য বেগমের সঙ্গে শাশুড়ি নাজনীনের বনিবনা ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা।

পূর্ব বিরোধের জের ধরে বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টায় লাবণ্য বেগম শাশুড়ি নাজনীন বেগমকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে।

বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার বুধবার রাত দেড়টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলাউদ্দিন মিলন জনান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাবণ্য তার শাশুড়ি নাজনীন বেগমকে জবাই করে হত্যা করার কথা স্বীকার করেছেন। নাজনীন বেগমের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ