আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১০

বসুন্দিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাসিবুল ইসলাম শান্ত (বসুন্দিয়া প্রতিনিধি) : বসুন্দিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বসুন্দিয়া মোড়ে ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।

বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বই মেলা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেড কাজী ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০১ নং প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন, যশোর জেলা তরুণ লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লাইফ, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম হিমু, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রজি ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষায়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন, ০১ নং ওয়ার্ড ইউপি সদস্য ইমরান হোসেন, ০৫ নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

আরো সংবাদ