আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১২:১৮

বসুন্দিয়ায় ইউনিয়নে বিট পুলিশিং উদ্ভোধন

“””মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার””””

আপনার পুলিশ, আপনার পাশে তথ্য দিন, সেবা নিন
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি
“বন্ধ হােক নারী নির্যাতন নিশ্চিত হােক দেশের উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে বসুন্দিয়া ইউনিয়ন বাসী সহযোগিতায় ১৭/১০/২০২০ ইং তারিখ রোজ শনিবার বিট পুলিশিং কার্যালয়, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ, কোতয়ালী মডেল থানা, যশোর উদ্যোগে ‘মাঠে নারী ধর্ষণ ও নির্যাতন বিরােধী’ বিট পুলিশিং সমাবেশ ও আলােচনা সভার আয়োজন করেন।

প্রধান অতিথি ছিলেন জনাব সালাহউদ্দীন অতিরিক্ত পুলিশ সুপার সদর যশোর বিশেষ অতিথি ছিলেন জনাব রিয়াজুল ইসলাম খান রাসেল ভাই চেয়ারম্যান ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ সদর যশোর, জনাব হাবিবুল আহসান বাবলু ভাই সভাপতি কমিউনিটিং পুলিশ ও সাধারন সম্পাদক বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাই সভাপত্বিত করেন জনাব শেখ আবু হেনা মিলন ওসি অপারেশন সদর যশোর ৷

আরো সংবাদ