আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১১:৪৭

বসুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা খুলনাগামী সোহাগ প‌রিবহন ও সোনা ব্রিকসের একটি ট্রাকের মু‌খোমমুখি সংঘ‌র্ষে ঘটনাস্থ‌লেই ট্রাকে অবস্থিত ২জন শ্রমিকের মৃত‌্যু হয়।
উল্লেখ্য যে মাত্র একদিন আগে একই এলাকায় ট্রাক-মটরসাইকেল দুর্ঘটনায় ২জন মটরসাইকেল আরোহী নিহত হয়। য‌শোর সদ‌র উপ‌জেলার বসু‌ন্দিয়ার ঘু‌নি-দলনঘাটা জা‌মে মস‌জি‌দের সাম‌নে ঘটনা‌টি ঘ‌টে আজ দুপুর ২টার দি‌কে।
প্রত‌্যক্ষদর্শী‌দের বরা‌তে জানা যায় যাত্রীসহ সোহাগ প‌রিবহনটি খুলনার দি‌কে যা‌চ্ছিল অপর‌দিক থে‌কে সোনা ব্রিক‌সের আন‌লোড করা ট্রাক অপর এক‌টি ট্রাক‌কে ওভার‌টে‌কিং করার সময় প‌রিবহ‌নের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়, ট্রাক‌টি ক‌য়েক চক্কর খে‌য়ে স‌রে গে‌লে পা‌শে দা‌ড়ি‌য়ে থাকা আ‌রেক‌টি পন‌্যবাহী ট্রা‌কের মু‌খোমু‌খি আঘাত হা‌নে সোহাগ প‌রিবহন‌টি।
এ ঘটনায় ঘটনা স্থ‌লে মারা যান সোনা ব্রিক‌সের শ্রমিক মুন্না (২০) ও তাজউ‌দ্দিন (৪০) এবং ড্রাইভারসহ আ‌রেক শ্রমিক মারাত্মক আহত হ‌লে স্থানীয়‌দের সহায়তায় য‌শোর সদর হাসপাতা‌লে পাঠা‌নো হয়। অপর‌দি‌কে সোহাগ প‌রিবহ‌নে থাকা প্রায় সকল যাত্রীই আহত হয়।
গুরুত্বর আহতদের য‌শোর সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে এবং অল্প আঘাত প্রাপ্তরা বসু‌ন্দিয়া সোহাগ বাস কাউ‌ন্টা‌রে গি‌য়ে গন্ত‌ব্যে যাওয়ার চেষ্টা কর‌ছে। খবর পে‌য়ে ট্রা‌ফিক পু‌লিশ এবং বসু‌ন্দিয়া পু‌লিশ ফা‌ড়ির কর্মকর্তা‌রা ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হন এবং তা‌দের ভাষ‌্য ম‌তে ওভার‌টে‌কিং‌য়ের কার‌নে এই দুর্ঘটনা ঘট‌তে পা‌রে। নিহতদের ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত