আজ - শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:৫৯

বসুন্দিয়ায় ৬ নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন – সভাপতি জালাল সম্পাদক জুলফিকার।

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কণ্ঠভোটে মোঃ জালাল মোল্ল্যা সভাপতি ও জুলফিকার আলী ভুট্টো সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও যথাক্রমে মোঃ নজরুল ইসলাম ও আতিয়ার রহমান সহ-সভাপতি , মোঃ মুরাদ হোসেন ও মোঃ হাবিবুল্লাহ্ ব্যাপারী সহ সম্পাদক এবং মোঃ মনিরুল ইসলাম ও খাইরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার বিকাল ৪ টায় জয়ন্তা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । বিশিষ্ট সমাজসেবক মাষ্টার নিছারউদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ , প্রধান বক্তা হিসেবে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও ঢাকাতে অবস্থানের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হাবিবুল আহ্সান বাবলু ,বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ও জেলা তরুণলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদ হাসান লাইফ। সম্মেলনটির উদ্বোধন করেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মোহিত নাথ বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রধানমন্ত্রীর উদ্দ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ বাস্তবায়নের উপর বিশেষ আলোকপাত করেন। তিনি বলেন প্রত্যন্ত অঞ্চলেও এমন একটি ঘর নেই যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি যদি আপনাদের কারও জানা থাকে যেখানে বিদ্যুৎ যায়নি আমাকে জানান এক দিনের মধ্যে আমরা বিদ্যুৎ পৌঁছে দিবো। মোহিত আরও বলেন যারা সামাজিক ভাবে সমাদৃত, মহান মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে এবং সঠিক নেতৃত্বের গুণাবলি যাদের মধ্যে আছে তাদেরকে সাথে নিয়ে আমরা পথ চলবো। এসময় তিনি চলমান গুজব সাংস্কৃতি রোধে আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই সাঁজ সাঁজ রব পড়ে যায় জয়ন্তা গ্রামে। স্বতস্ফূর্তার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে বেশ জমকালো ভাবে সন্ধ্যায় সম্মেলনের ইতি ঘটে। সম্মেলনে বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ,যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত