ত্রয়োদশতম এস এ গেমসে বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণপদক এনে দিলেন কারাতে রআলআমিন। নেপালের ললিতপুর কারাতে একাডেমিতে চলমান গেমসে আজ পুরুষ এককের অনুর্ধ ৬০ ক্যাটাগরিতে স্বর্ন পদক জয় করেন তিনি।
ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন আলআমিন।
এরআগে সেমিফাইনালে স্বাগতিক নেপালের রাজিবকে ৭-৫ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেন আল আমিন।
সোনাজয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের এই কৃতি কারাতেকার বলেন, ‘বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বর্ণপদক এনে দিতে পেরে আমি গর্ব বোধ করছি। নিজ প্রচেষ্টায় আমি দেশের জন্য কিছু একটা করতে সক্ষম হয়েছি। কুমিল্লার ছেলে আল আমিন আরো বলেন, বিদেশের মাটিতে নিজ দেশের পতাকাকে সবার উপরে তুলে ধরতে পেরেও তিনি গর্ববোধ করছেন।
এর আগে গতকাল তায়কোয়ানদো ইভেন্ট থেকে বাংলাদেশের জন্য প্রথম স্বর্ন পদক জয় করেছেন দিপুচাকমা। ২৯ বছরোর্ধ ক্যাটাগরিতে সোনা জিতেছেন তিনি। শ্রীলংকা, ভারত, পাকিস্তান ও নেপালকে পেছনে রেখে ১৬.২৪ পয়েন্টনিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন করেন দিপু।