আজ - রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১৫

বাকেরগঞ্জে সড়কে গেলো স্ত্রী সহ সেনা সদস্যের প্রান।

বরিশালের বাকেরগঞ্জ থানার লেবুখালী সেনানিবাসের অদূরে সাকুরা পরিবহনের বাসের চাপায় স্ত্রীসহ এক সেনা সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আটটার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দুধলমৌ সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ল্যান্স করপোরাল মো. বুলবুল এবং তার স্ত্রী হোসনে আরা।

দুর্ঘটনায় তাদের আড়াই মাস বয়সী সন্তান আদিয়ান গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম। তিনি জানান, সেনা সদস্য পরিবার নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময়ে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।

মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত