আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫২

বাগেরহাটে প্রতিপক্ষের দায়ের কোপে একজন নিহত

বাগেরহাটের রামপাল উপজেলায় প্রতিপক্ষের দায়ের কোপে ওমর ফকির (৪২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

এ সময় ঠেকাতে এসে নিহতের বড় ভাই মিজান ফকির (৪৮) আহত হয়েছেন।

বুধবার (৬ এপ্রিল) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থঅয় ওমরের মৃত্যু হয়। এর আগে বুধবার সন্ধ্যায় বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের উজলকুড় গ্রামে এই ঘটনা ঘটে। বৃহষ্পতিবার (৭ এপ্রিল) সকালে নিহতের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। তবে হত্যার ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। নিহত ওমর ফকির উজলকুড় গ্রামের আমির আলী ফকিরের ছেলে।

বাগেরহাটে খালের চর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের উজলকুড় গ্রামের ওমর ফকির ও আলী শেখ পরষ্পর পরষ্পরের প্রতিবেশি। দুপুরে ওমর ফকিরের কয়েকটি হাঁস প্রতিবেশি আলী শেখের রোপণ করা ধানের ক্ষেতে ঢুকে ধান খায়। সন্ধ্যায় আলী শেখ ক্ষুব্ধ হয়ে ওমর ফকিরের বাড়ির সামনের রাস্তায় গিয়ে হাঁসে কেনো তার জমির ধান খেয়েছে তা জানতে চান। এ নিয়ে দুইজনের মধ্যে তুমুল বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আলী শেখ ক্ষুব্ধ হয়ে নিজের বাড়িতে গিয়ে ধারালো দা নিয়ে এসে ওমর ফকিরকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এসময় ওমরের বড় ভাই মিজান ছুটে এসে ভাইকে বাঁচাতে গেলে আলী শেখ তাকেও ধারালো দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে অন্য প্রতিবেশিরা এসে রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফকিরের মৃত্যু হয়। নিহতের ভাই চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারী এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

আরো সংবাদ