আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৪২

বাগেরহাটে বাসচাপায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের প্রাণ গেছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকডাঙা এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে ফকিরহাট থানার ওসি মো. আলিমুজ্জামান জানান।

মৃত মো. ইলিয়াস হোসেন (৫৩) ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রামের প্রয়াত ইজ্জত আলীর ছেলে এবং ফকিরহাট থানার কনস্টেবল ছিলেন।

ওসি বলেন, “ইলিয়াস মোটরসাইকেলে করে আসামির সমন নিয়ে ফকিরহাটের ফলতিতা এলাকায় যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ইলিয়াসকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান আলিমুজ্জামান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত