আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:০৭

বাগেরহাটে বিপুল পরিমাণ অবৈধ লুবওয়েল উদ্ধার, আটক ৩

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ লিটার অবৈধ লুবওয়েলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে । এসময় ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোংলা উপজেলার কানাইনগর গ্রামের নিয়ামুল খাঁ (২২), একই উপজেলার হলদিবুনিয়া জয়বাংলা এলাকা রফিকুল ইসলাম (২৫) ও হারুন হাওলাদার (৩৫)।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট-গার্ডের পশ্চিম জোনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার পারভেজ জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইজ মোংলার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পশুর নদীর সাইলো সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৯৫০ লিটার অবৈধ লুবওয়েল, ৩৯ টি ড্রাম, একটি মেশিন বোট, সোলার প্যানেল ও গ্যাস চুলাসহ ৩ জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত অবৈধ মালামালসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->