আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:০৭

বাগেরহাট থানা থেকে মাদক মামলার আসামী পলায়নের ১০ ঘন্টার ভিতরে পুনরায় আটক।

বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ হেফাজতে থাকা মাদক মামলার আসামি বাইজিদ হোসেন ওরফে আতুর শান্ত থানা থেকে পালিয়ে যাবার ১০ ঘন্টা পর খুলনা জিরো পয়েন্ট থেকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে  পুলিশের একটি দল।  ৪ অক্টোবর সকালে সাড়ে সাতটার দিকে শরণখোলা থানা থেকে পালিয়ে যায় আসামি। আসামিকে গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ।

বাগেরহাটে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের পুত্র বিভিন্ন মাদক মামলার আসামি মো: বাইজিদ হোসেন ওরফে আতুর শান্ত (২২) কে ৩ অক্টোবর বিকালে মাদকসহ আটক করে পুলিশ। আসামি টয়লেটে যাওয়ার কথা বলে হঠাৎ পুলিশকে ধাক্কা মেরে ৪ অক্টোবর সকাল সাড়ে সাতটার দিকে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশের একটি দল  উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে বলে জানা গেছে। অন্য একটি সূত্রে জানা গেছে পুলিশের মোড়লগঞ্জ সার্কেলে এসপি মোঃ আশরাফ উল্লাহ ঘটনার পর শরণখোলা থানায় ছুটে এসেছেন এবং আসামি ধরতে অভিযান শুরু করেন।

বাগেরহাটের পুলিশ সুপার আরও জানায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে খুলনা জিরো পয়েন্ট থেকে বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে পুনরায় আটক করতে সক্ষম হয়।  আসামি বাইজিদকে নিয়ে পুলিশে একটি দল শরণখোলা থানার উদ্দেশ্যে খুলনা থেকে রওনা হন বলে তিনি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->