
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়াকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় অভিযুক্ত হৃদয় হোসেন (২৮) কে আটক করেছে পুলিশ। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়া পদে কর্মরত। তিনি হাসপাতাল গেটসংলগ্ন সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। রোববার দিবাগত রাত ১টার দিকে সিরাজুলের ছেলে হৃদয় হোসেন তার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
সোমবার সকালে ভিকটিম নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা রেকর্ড করে (মামলা নং-৩)।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুল রহমান বলেন, “অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত হৃদয়কে আটক করা হয়েছে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষা নিশ্চিত করা হয়েছে।