আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৪১

বাঘারপাড়া থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

অদ্য ০২/০৩/২০২২ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকার বাঘারপাড়া থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে উক্ত থানাধীন সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম মহোদয় । অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য প্রদান করেন জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, “খ” সার্কেল, যশোর। অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সর্বসাধারণের সাথে উক্ত থানা এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মুক্ত-আলোচনা করেন। এ সময় তিনি উক্ত এলাকায় সর্বসাধারণকে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশ হয়রানির শিকার হতে হয় কিনা, মাদক, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের উৎপাত আছে কিনা তা নিয়েও মুক্ত আলোচনা করেন। এ সময় উপস্থিত জনসাধারণ তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, যশোর জেলায় কোন সন্ত্রাস, মাদক, অস্ত্রের গডফার থাকবে না, এই সকল অপরাধীদের সাথে যশোর পুলিশের কোন সখ্যতা নেই। যশোর পুলিশ জনগণের জানমালের রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই ওপেন হাউস ডে এর প্রয়োজনীয়তা অপরিসীম আর তার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠান। অত্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ফিরোজ উদ্দীন, অফিসার ইনচার্জ, বাঘারপাড়া থানা, যশোর। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা চেয়ারম্যান বাঘারপাড়া, বাঘারপাড়া উপজেলার নির্বাহী অফিসার জনাব আনম আবুজর গিফারী, জনাব মুকিত সরকার অতিরিক্ত পুলিশ সুপার, “খ” সার্কেল, যশোর, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাঘারপারা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব হাসান আলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও বাঘারপাড়া উপজেলার পুজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু সন্তোষ কুমার অধিকার, বাঘারপাড়া পৌরসভার সম্মানিত মেয়র জনাব কামরুজ্জামান বাচ্চু, বাঘারপারা উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আঃ রউফ সরদার, বাঘারপারা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জনাব বিথীকা রানী বিশ্বাস। একই সাথে মঞ্চের সামনে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার ০৯ টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানগণ, বাঙালী জাতির সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বাঘারপাড়া উপজেলায় কর্মরত সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্কুল কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক মণ্ডলী, বাঘারপাড়া উপজেলার ০৯ টি ইউনিয়ন ও বাঘারপাড়া পৌরসভার সদস্য ও কাউন্সিলরগণ, বাঘারপাড়া উপজেলা, পৌরসভার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সাধারন সম্পাদক ও সদস্যবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমামগণ, ইসলামিক ফাউন্ডশনের সদস্যবৃন্দ, বাঘারপাড়া উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারন সম্পাদক ও সদস্যবৃন্দ, বাঘারপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারন, সম্পাদকসহ বিভিন্ন টিভি চ্যানেল, প্রিন্টিং মিডিয়া ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ, বাঘারপাড়া উপজেলায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ অসংখ্য স্থানীয় মা ও বোনেরা।

আরো সংবাদ