আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৩৫

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: আসামিদের রিমান্ড বহাল

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামি আনিচুর রহমান আনিচ ও তার দুই সহযোগী সবুজ হোসেন ও হৃদয় আহমেদকে ৭ দিনের রিমান্ড চেয়ে ১৯ ডিসেম্বর আবেদন করে পুলিশ।

২০ ডিসেম্বর শুনানিতে ৩ আসামির তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।

এরপরের দিন ৩ আসামির রিমান্ড বাতিল চেয়ে বিজ্ঞ আদালতে রিভিশন পিটিশন দাখিল করে আসামি পক্ষের আইনজীবিরা।

বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের যুক্তি তর্ক শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় অবকাশকালীন আদালতের বিজ্ঞ বিচারক তারেক আজিজ পূর্বে দেয়া আসামি পক্ষের তিন দিনের রিমান্ড আদেশ বহাল রাখেন।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ