আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৫৩

বাজারের টয়লেটে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক দুই

স্টাফ রিপোর্টার।। দিনাজপুরের হিলি বাজারে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের রবিদাসের ছেলে বাবুল রবিদাস (৫২) ও একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের প্রেম কুমার রবিদাসের ছেলে পল্লব কুমার (১৯)।

বৃহস্পতিবার বিকেলে হিলি বাজার থেকে তাদের আটক করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গেলো সোমবার সন্ধ্যায় তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে পল্লব কুমার রবিদাস ও বাবুল কুমার রবিদাস ফুসলিয়ে বাজারের টয়লেটে নিয়ে যায়।

পরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে নির্যাতিত ছাত্রীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাকিমপুর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিলে ওই দুজনকে আটক করে পুলিশ। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ