আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৩৭

বালিয়াডাঙ্গায় যুবসমাজের উদ্দ্যোগে ৩ শতাধিক পরিবারকে মানবিক সহায়তা।

স্টাফ রিপোর্টার, যশোর যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ঘরবন্দি কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা দিয়েছে এলাকার যুবসমাজ। বৃহস্পতিবার দুপুরে এলাকার তিন শতাধিক পরিবারের মাঝে চাল, ডালসহ খাদ্য সামগ্রী তুলে দেন তারা।
সারাবিশ্বের মতো বাংলাদেশও করোনা ভাইরাসের কবলে। এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করে মানুষকে নিজবাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। দেশের মানুষ বলতে গেলে এখন ঘরবন্দি। এর ফলে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন দিন এনে দিন খাওয়া হতদরিদ্র শ্রেণির মানুষ।
সহায়তায় এগিয়ে আসা যুবকরা জানান, সরকার দরিদ্র মানুষদের জন্য ত্রাণ সহায়তা চালু করেছে। যেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এই এলাকায় একেবারেই খেতে পারে না এমন লোক ছিলনা। তবে করোনার বিস্তার রোধে সকলে ঘরে থাকায় তারা উপার্জনহীন হয়ে পড়েছে। আমরা দরিদ্র ছাড়াও যারা মধ্যবিত্ত রয়েছে কিন্তু কর্ম নাথাকায় এখন তারা চলতে পারছে না তাদের কেউ খাদ্যসামগ্রী দিয়েছি।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ১২নং ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য পলাশ হোসেন হৃদয়, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হালিম বিশ্বাসসহ এলাকার যুবকরা।

আরো সংবাদ