আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:৫৪

বাসায় উপস্থাপক লাইভে, পেছনে হেঁটে গেলেন বিবস্ত্র নারী!

ডেস্ক রিপোর্ট।। মহামারী করোনায় সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সবাই এখন ঘরবন্দী। অনেকে ঘরে বসেই করছেন পেশাগত কাজ, করছেন টিভি উপস্থাপনাও। কিন্তু স্পেনের এক সংবাদ উপস্থাপক ঘরে বসেই লাইভ করতে গিয়ে বাধিয়েছেন অন্য এক বিপত্তি।

সরাসরি সম্প্রচারে থাকা অবস্থায় স্পেনের জনপ্রিয় উপস্থাপক আলফোনসো মারলোসের পেছন দিক দিয়ে তারই ঘর থেকে বেরিয়ে যায় বিবস্ত্র অন্য এক নারী। তাতেই প্রেমিকার কাছে ধরা পড়ে যান এই উপস্থাপক। পড়েছেন বিব্রতকর অবস্থায়।
ইউটিউবে ভিডিও কলে এস্তাদো দে আলারমা চ্যানেলের হয়ে কথা বলার সময় আলফোনসো খেয়ালই করেননি যে, তার পেছন দিয়ে বিবস্ত্র অবস্থায় একজন নারী চলে গেছেন। তবে দর্শকরা ঠিকই ধরতে পেরেছেন, বিবস্ত্র ওই নারী তার প্রেমিকা মার্টা লোপেজ নন।

পরে সেই ভিডিও ইউটিউব তো বটেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়ে। এরপর আলফোনসোর বিরুদ্ধে প্রেমিকার সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে। জানা গেছে, বিবস্ত্র ওই নারী সে দেশেরই সাংবাদিক ২৭ বছর বয়সী অ্যালেক্সা রিভাস। এমনকি স্পেনের কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা ভঙ্গের অভিযোগ উঠেছে অ্যালেক্সা রিভাস ও আলফোনসোর বিরুদ্ধে।
আলফোনসো অবশ্য এ ব্যাপারে এখন পর্যন্ত মুখ খোলেননি। টেলিভিশনটিতেও তাকে আর দেখা যাচ্ছে না।

আরো সংবাদ