আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:০২

বাসী পঁচা খাবার বিক্রি : খুলনার প্রসিদ্ধ আব্বাস হোটেল সিলগালা

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে চুই ঝাল সহকারে গরুর গোশত রান্নার জন্য প্রসিদ্ধ আব্বাস হোটেলের দুটি শাখা সিলগালাসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল দুটি সিলগালা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ।

তিনি জানান, স্বাস্থ্য বিধি না মানা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসী পঁচা খাবার পরিবেশনের অভিযোগে হোটেল দুটি সিলগালা করা হয়েছে। হোটেলের দুটি শাখার মালিক আব্দুল হালিম ও সেলিম হোসেনকে ১৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করে দেয়া হয়েছে।

আরো সংবাদ