আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৫১

বাসের চাকায় পিষ্টহয়ে বাইসাইকেল চালক নি*হ*ত

 

নওগাঁর মহাদেবপুরে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই একজন বাইসাইকেল চালক নিহত হয়েছেন। দূর্ঘটনাটি ঘটে শনিবার বিকেল সারে ৪ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলাধীন কালিশহর মোড় নামক স্থানে। সড়ক দূর্ঘটনার খবর পেয়ে মহাদেবপুর থানার পুলিশ দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছান। সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার এস আই জয় দাস জানান, নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউপির মহিনগর গ্রামের মৃত হানিফ উদ্দীনের ছেলে হারুন রশিদ (৫০) একজন মুদি ব্যবসায়ী। তিনি মহিনগর থেকে বাই-সাইকেল যোগে মিয়ের বাসায় এনায়েতপুর যাবার পথে কালিশহর নামক স্থানে পৌছালে এসময় নওগাঁ থেকে পত্নীতলা অভিমুখি দ্রুতগামী একটি বাস তাকে চাপাদিয়ে পালিয়ে যান। দূর্ঘটনা স্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে মুদি ব্যবসায়ী হারুন রশিদের মৃত্যু হয়। মহাদেবপুর থানার ওসি মুজাফফর হোসেন বলেন, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না হওয়ায় পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করা হয়েছে

আরো সংবাদ