আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:২৩

বাস চাঁপায় নিউ টাউন বালিকা বিদ্যালয়ের শিক্ষক নিহত।

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার কুয়াদায় বাস চাঁপায় নিউ টাউন বালিকা বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক (অবসরপ্রাপ্ত) আব্দুর রউফ (৬৫) নিহত হয়েছেন এ সময় তার সাথে থাকা পুত্র সেনা সদস্য রানা (২৬) প্রাণে বেঁচে গেছেন।

নিহত শিক্ষক আব্দুর রউফ

পারিবারিক সূত্র জানায়, আজ সকালে বাবা রউফ ও ছেলে রানা এক মটর সাইকেলে করে মনিরামপুর যাচ্ছিলেন। কুয়াদা পৌঁছুলে তাঁদের বাইকটি একটি কুকুরের সাথে ধাক্কা লাগলে দুজনেই বাইক থেকে পড়ে যান। এসময় পেছন দিক থেকে আসা মণিরামপুর গামী “গোধূলি” নামক একটি বাস শিক্ষক রউফকে চাঁপা দেয়। স্থানীয়রা রউফ ও রানাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক আব্দুর রউফ কে মৃত ঘোষণা করেন। ছেলে রানা অক্ষত আছেন।

কুয়াদা বাজার কমিটির সভাপতি বাচ্চু মিয়া জানান ঘাতক বাসটি জনগণ আটকে রেখেছে তবে ড্রাইভার হেলপার লাপাত্তা।

আরো সংবাদ