আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:০৬

বাস-পিকআপ সংঘর্ষে ২ যুবক নিহত

সিরাজগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
রোববার (৬ নভেম্বর) বিকেলে ঢাকা-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন: পাবনার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের সেরুখার ছেলে ঠাণ্ডু (৪৩) ও আতাউর মণ্ডলের ছেলে ছামাদ (৪০)।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল কবীর জানান, বিকেলে রাজশাহী থেকে ছেড়ে আসে ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস। সিরাজগঞ্জের সলঙ্গা থানার দবিরগঞ্জ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। আহত হন অন্তত পাঁচজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত