আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:২৭

বাড়ছে উত্তেজনা, ইরানি টিভির অফিসিয়াল পেজ বন্ধ করে দিলো ফেসবুক

কোনো পূর্বঘোষণা ছাড়াই শনিবার ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেসটিভির অফিসিয়াল পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক প্রেস টিভিকে জানায়, তারা স্থায়ীভাবে এই টিভির পেজ বন্ধ করে দিয়েছে। এর কারণ হিসেবে টিভি চ্যানেলটির বিরুদ্ধে ফেসবুকের ‘নীতিমালা লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়েছে। প্রেস টিভির ফলোয়ার সংখ্যা ৪০ লাখের বেশি। গত জানুয়ারি মাসের মাঝামাঝি এমন একটি মিডিয়ার অফিসিয়াল পেজ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছিল। পরে অবশ্য প্রেস টিভির পক্ষ থেকে আবেদন করার পর তারা আবার এটি খুলে দেয়। কিন্তু এবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এবার আর আবেদন করলেও তা গ্রহণ করা হবে না।

উল্লেখ্য, ২০২০ সালে রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক এবং চীনের সংবাদ সংস্থা সিংহুয়ার সঙ্গে ইরানের প্রেস টিভির অফিসিয়াল পেজ বন্ধ করার হুমকি দিয়েছিল ফেসবুক।

আরো সংবাদ