রূপদিয়া প্রতিনিধি:: যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মানছে না অনেক অসাধু ব্যবসায়ী সহ সাধারন জনগন। গত ২৩ মার্চ তারিখ থেকে ইউনিয়ন পরিষদ কর্তৃক মাইকিং সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরেও গভীর রাত পর্যন্ত চায়ের দোকান খোলা রাখছে স্থানীয়রা। গতকাল ২৫ শে মার্চ যশোর জেলা প্রশাসনের একটি টহল গাড়ি নরেন্দ্রপুর রাস্তায় ঢুকে কয়েকটি চায়ের দোকানে লোকজন দেখে স্থানীয় দোকানদার সহ মাস্ক বিহীন এবং বিনা প্রয়োজনে অবস্থানরত ব্যক্তিদেরকে শাস্তিস্বরূপ উত্তম-মধ্যম দেন।
এ সময় বিষয়টি জানাজানি হলে বাজারের খোলা থাকা বাকি দোকানপাট গুলি যত্রতত্র বন্ধ করেই পালিয়ে যান দোকানদাররা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি বলেন, “এখনো নরেন্দ্রপুর ইউনিয়ন এর গ্রাম পর্যায়ের প্রায় ৭০ ভাগ দোকান খোলা আছে এবং সন্ধ্যার পর এসব দোকানে প্রচুর লোক সমাগম হয়। পরিষদের নির্দেশনা বা প্রশাসনের ভয় কোনোটা দেখালেই তারা এসবের তোয়াক্কা না করেই টেলিভিশন খাঁটিয়ে দোকানদারি চালিয়ে যাচ্ছে। যা অত্র অঞ্চলের জন্য ক্ষতির কারণ হতে পারে।”
বিভিন্ন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের পুলিশি এবং সেনাবাহিনী টহল প্রতিদিনই চলবে এবং আইন ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।