আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:০০

বৃহস্পতিবার বিকেলে যশোর ও খুলনায় ভূকম্পন অনুভূত

বৃহস্পতিবার বিকেলে যশোর ও খুলনায় ভূকম্পন অনুভূত হয়েছে। যশোরে বিকেল ৫টা ২৯ মিনিটের সময় পরপর দুইবার কম্পন অনুভূত হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া গেছে। শহরের বিভিন্ন মানুষজন ভূমিকম্পের বিষয়টি নিয়ে সংবাদকর্মীদের সাথে আলাপ আলোচনা করেছেন। অনেকে এই বিষয়ে সাংবাদিকদের কাছে জানতে চান। কিন্তু আবহাওয়া অফিস থেকে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে কোন কোন অনলাইন পোর্টাল লিখেছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিলো ৪ দশমিক ৮।

আবহাওয়া অফিস বলতে যশোরে বিমান চলাচল করার জন্য একটি অফিস আছে বিমান বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত। যেটি ম্যাট অফিস নামে পরিচিত। ম্যাট অফিসের ওয়ারেন্ট অফিসার ইমদাদুল হক জানিয়েছেন, ‘যশোরে ভূমিকম্প মাপার কোনো যন্ত্র নেই। ফলে অফিসিয়ালি কোন ম্যাসেজ আমাদের কাছে নেই। তবে লোকমুখে যশোরে মৃদু ভূমিকম্পের কথা শুনেছি।’

সন্ধ্যা ৬টার দিকে যশোর শহরের ঘোপ এলাকার বাসিন্দা ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, বিকেলে তিনি ঘরেই ছিলেন। সেসময় অল্প বৃষ্টি হচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ ঘরের ঘাট নড়ে যাওয়া অনুভব করেন। এর কিছু সময় (কয়েক সেকেন্ড পর) ফের নড়াচড়া অনুভব করেন। তিনি বুঝতে পারেন ভূমিকম্প হয়েছে। এর কিছু সময় পর ফেসবুক আইডি খুললে তার বন্ধুদের আইডি থেকে যশোরে ভূমিকম্পের কথা জানতে পারেন।

একই তথ্য জানান যশোরের সাংবাদিক সাজেদ রহমান। তিনি জানিয়েছেন, ভূমিকম্পের কথা জানতে পেরে খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি। যশোরে এর কেন্দ্রস্থল বলে শুনেছি। তবে দেশের দায়িত্বশীল কোনো প্রতিষ্ঠান থেকে সঠিক তথ্য পাওয়া যায়নি।

খুলনা অফিস জানায়, খুলনার বিভিন্ন স্থানে মৃদুভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে কোথাও কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

আরো সংবাদ