প্রকাশিত : » ২৩ জুন ২০২২, সময়: » ১:০৬ অপরাহ্ণ, পঠিত: » 1121 views
শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)।। সীমান্তবর্তীর বেনাপোল গ্রীনলাইন পরিবহনের সীটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এই ঘটনায় জড়িত কোনো পাচারকারী চক্রের কোনো সদস্যকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় বেনাপোল আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে এ স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সোনা।
যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক সাহেদ মীনহাজ সিদ্দিকী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে ঢাকা থেকে রওনা হয়ে বেনাপোল গ্রীন লাইন পরিবহনটা পৌঁছালে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।