প্রকাশিত : » ১২ জুন ২০২৪, সময়: » ৮:২৫ পূর্বাহ্ণ, পঠিত: » 759 views
বেনাপোলে আলোচিত তৃতীয় লিঙ্গের রেশমা হত্যা মামলার এজাহারভুক্ত ২য় আসামী আল মামুন (২০) কে তিন মাস পরে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি আল মামুন কাগজপুকুর কলুপাড়া গ্রামের ছামির আলী ছামিদের ছেলে।
গত (১১ মার্চ) বিকেলে বেনাপোল পৌরসভার কাগজপুকুর কবরস্থান থেকে রেশমার মরদেহ উদ্ধার করা হয়। রেশমা খাতুনকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করে কবরস্থানে পুতে রাখে হত্যাকারিরা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, এ হত্যার ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের আটকের অভিযান অব্যাহত আছে।