যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ১৩টি সোনার বারসহ কামরুল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার ওজন ১ কেজি ৫৬৫ গ্রাম। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামরুল ইসলাম গোগা ইউনিয়নের বাসিন্দা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শার্শা সীমান্ত দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার করা হবে। এমন খবরে শার্শার গোগা সীমান্তের জব্বারের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন এক ব্যক্তির গতি রোধ করা হয়।
তিনি আরো জানান, এ সময় তার দেহ তল্লাশি করে ১ কেজি ৫৬৫ গ্রাম ওজনের ১৩টি সোনার বার জব্দ করা হয়েছে। জব্দকৃত সোনার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা। আটক কামরুলকে শার্শা থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।