আবুল বারাকাত: যশোর সদর উপজেলা উপ-নির্বাচনে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী নুর জাহান ইসলাম নীরা।
মঙ্গলবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পযর্ন্ত ভোট গ্রহন শেষে বিভিন্ন ভোটকেন্দ্রের ফলাফল পর্যালোচনার পর নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
কাশিমপুর ইউনিয়নে নৌকা প্রার্থী ১৮,৭২৬ ধানের শীষ প্রার্থী ১,০৯৫, হৈবৎপুর ইউনিয়নে নৌকা প্রার্থী ১১,৭৭৯ ধানের শীষ প্রার্থী ২৭৮, চুড়ামনকাঠি ইউনিয়নে নৌকা প্রার্থী ১৯,৫১৭ ধানের শীষ প্রার্থী ৪৯৯, লেবুতলা ইউনিয়নে নৌকা প্রার্থী ১০,০১৭ ধানের শীষ প্রার্থী ২৩২, ইছালী ইউনিয়নে নৌকা প্রার্থী ১১,৬৫০ ধানের শীষ প্রার্থী ৫৮২, নওয়াপাড়া নৌকা প্রার্থী ১৯,২২২ ধানের শীষ প্রার্থী ২৭২, উপশহর নৌকা প্রার্থী ৭,৮৪০ ধানের শীষ প্রার্থী ২৪২, ফতেপুর নৌকা প্রার্থী ১৫,৩৫৮ ধানের শীষ প্রার্থী ৬৫৩, কচুয়া ইউনিয়নে নৌকা প্রার্থী ৯,৯৯৪ ধানের শীষ প্রার্থী ৭৪৯, রামনগর ইউনিয়নে নৌকা প্রার্থী ১২,০২৬ ধানের শীষ প্রার্থী ৪২৫, নরেন্দ্রপুর ইউনিয়নে নৌকা প্রার্থী ৯,২৭২,ধানের শীষ প্রার্থী ৪৪৬, বসুন্দিয়া ইউনিয়নে নৌকা প্রার্থী ১৩,১৮৮ ধানের শীষ প্রাথী ৫৭৯।
যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৫ টি কেন্দ্রে নৌকার প্রার্থী ৬৫,৪৫৭ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ভোট পেয়েছেন ৩,৫৬৮ ভোট।
এর আগে সকাল ৯ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ।
যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।