আজ - বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:৪৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (০২ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েক দফায় উপজেলার চরচারতলা গ্রামের নিবাসীদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদেরকে স্থানীয়ভাবে এবং জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চরচারতলা গ্রামের আনু সরকার বাড়ির লোকজনের সঙ্গে শেয়াল বাড়ির লোকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, সংঘর্ষে তিন পুলিশ সদস্য ও এক সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত