ভারতগামী ক্যান্সার রোগীর স্বজনের নিকট চাঁদা আদায়ের মামলায় দুই আসামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টার সময় বেনাপোল বর্ডার থেকে তাদের কে আটক করা হয়।
আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া গ্রামের দাউদ হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন সাগর (৩১) ও বড়আঁচড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ বাবু হোসেন (৩০)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, ভারতগামী পাসপোর্ট যাত্রী ক্যান্সার রোগীর স্বজনের নিকট চাঁদা আদায় এর ঘটনায় বেনাপোল বর্ডার থেকে দুইজনকে আটক হয়। আটক আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।