আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:০৬

ভারতে ভয়াবহ হচ্ছে করোনা, একদিনেই শনাক্ত ২৩০

আন্তর্জাতিক ডেস্ক।। ভারতে ভয়াবহ হচ্ছে করেনা পরিস্থিতি। সোমবার দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন। এমন তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, দেশটিতে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৫১ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২।দেশটির রাজ্যগুলোর মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষ স্থানে রয়েছে কেরালা। সেখানে এরিমধ্যে ২০২ জন আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে ১৯৮ জন শনাক্ত হয়েছেন। তবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। ওই রাজ্যে মৃতের সংখ্যা ৮। অন্য দিকে কর্ণাটকে ৮৩ জন এবং উত্তরপ্রদেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৫ জন।

অন্য দিকে, রোববার রাতে পশ্চিমবঙ্গে নতুন করে তিন জন করোনা আক্রান্ত হন। এ রাজ্যে এখনও পর্যন্ত মোট ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যেই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ