আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সন্ধ্যা ৭:১৬

ভুয়া এনএসআই পরিচয়দানকারী প্রতারক আটক

 

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক পরিচয়দানকারী এক প্রতারককে আটক করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে কলারোয়া সীমান্তের হিজলদী বিজিবি ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটক প্রতারক রুম্মান হোসেন (৩০) নড়াইলের জেলার লোহাগড়া উপজেলার চাচই ধামরায় গ্রামের কায়ুম শেখের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, বিকেলে প্রতারক রুম্মান হোসেন কলারোয়া সীমান্তের হিজলদী বিজিবি ক্যাম্পে যায়। সেখানে সে নিজেকে এনএসআইয়ের সহকারী পরিচালক পরিচয় দেয়। পরবর্তীতে গতিবিধি সন্দেহ হলে হিজলদি বিওপির ক্যাম্প কমান্ডার আবুল কাশেম সাতক্ষীরার এনএসআই অফিসের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হন।

তিনি বলেন, পরবর্তীতে এনএসআই সাতক্ষীরার একটি টিম তাকে আটক করে থানায় হস্তান্তর করে। প্রতারক রুম্মান হোসেনের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ