মুনতাসির মামুন ।। সারাদেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সমাজের খেটে খাওয়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। যশোরেও এর ব্যতিক্রম নয়।
এই হতদরিদ্র মানুষদের মধ্যে যৌথ উদ্দ্যোগে খাবার সামগ্রী নিয়ে হাজির হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম । নিজ হাতে ১৫০ টি পরিবারের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেন তিনি।
আজ বুধবার বেলা ১১ টায় আরবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বালিয়া ভেকুটিয়া কোলোনি মোড়ে প্রতি পরিবার কে ১০ কেজি করে চাউল ও আড়াই কেজি করে আলু বিতরণ করা হয়েছে।
শাহারুল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্য হলো অসহায় মানুষ গুলোর দুর্দিনে তাদের পাশে থাকা। এই কার্যক্রমই আমাদের শেষ না, ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে।
তিনি বলেন, আমি আশা করি সমাজের বিত্তবানেরা এই দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাঁড়াবেন।করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন অপ্রতিরোদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে এই রোগে বয়স্কদের ঝুঁকি বেশি তাই প্রত্যেক পরিবারকে সতর্ক থাকা বিশেষ করে বয়স্কদের শিশুদের আদলে ঘরে রাখার পরামর্শ দেন তিনি। একই সাথে বিপন্ন মানবতার সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান শাহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুবিনা পারভিন চায়না, সম্পাদক আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম রুবেল, ইউপি সদস্য আলতাব হোসেন, আওয়ামী লীগ নেতা হাফিজ, ফারুখ, মাসুদুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা রবিউল ইসলাম মিন্টু প্রমুখ।