আজ - বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৪৫

ভোট চলছে সাত পৌরসভা, চার জেলা ও ১০ উপজেলায়

নির্বাচনের খবর: দেশের বিভিন্ন স্থানের সাতটি পৌরসভা, চারটি জেলা পরিষদ, ১০টি উপজেলা পরিষদ ও ৭১টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন ও বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। এর মধ্যে ৬৮টি ইউনিয়নে চেয়ারম্যানসহ বিভিন্ন পদে উপনির্বাচন এবং তিনটিতে সাধারণ নির্বাচন হচ্ছে।

পৌরসভাগুলোর ভোট শুরু হয়েছে সকাল ৮টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। জেলা পরিষদের ভোটগ্রহণ সকাল ৯টায় শুরু হয়েছে, চলবে দুপুর ২টা পর্যন্ত। সকাল ৯টা থেকে শুরু হয়েছে উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলোর ভোট, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) আসাদুজ্জামান বুধবার জানান, এসব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঘন কুয়াশায় হেলিকপ্টার চলাচল করতে না পারায় ভোটের আগের দিন বুধবার রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে প্রথম ধাপের ২৫টি পৌরসভায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃস্পতিবার।

জানা গেছে, পাঁচটি পৌরসভায় সাধারণ ও দুটি পৌরসভায় উপনির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে আজ। সাধারণ নির্বাচন হচ্ছে যেসব পৌরসভায় সেগুলো হচ্ছে- ফরিদপুর ও মধুখালী, মাদারীপুরের রাজৈর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও গাইবান্ধার পলাশবাড়ী। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর ও জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভায় একটি করে ওয়ার্ডে উপনির্বাচন হচ্ছে।

এদিন ১০টি উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ভোট গ্রহণ হচ্ছে। বগুড়ার শেরপুর উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান, নওগার রানীনগরে চেয়ারম্যান, পাবনার ঈশ্বরদী ও বেড়ায় চেয়ারম্যান, সাতক্ষীরার দেবহাটায় চেয়ারম্যান, যশোরের বাঘারপাড়ায় চেয়ারম্যান ও সদরে নারী ভাইস চেয়ারম্যান, রাজবাড়ীর গোয়ালন্দে চেয়ারম্যান, নোয়াখালীর বেগমগঞ্জে চেয়ারম্যান এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ ছাড়া কুড়িগ্রামের রৌমারী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের বৃহস্পতিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকিগুলোতে বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে।

চার জেলা পরিষদে ভোট: ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে, চুয়াডাঙ্গায় ৮নং ওয়ার্ডের সদস্য পদে, চাঁপাইনবাবগঞ্জে ২নং ওয়ার্ডে এবং টাঙ্গাইলে ১০নং ওয়ার্ডে উপনির্বাচনের ভোট নেওয়া হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত