আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৩০

মণিরামপুরের নতুন ইউএনও জাকির হাসান

নিজস্ব প্রতিবেদক

যশোর মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নতুন দায়িত্ব পেলেন ৩৩তম বিসিএস ক্যাডার সৈয়দ জাকির হাসান। মঙ্গলবার খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়। এর আগে ২০ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সৈয়দ জাকির হাসানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনাতে ন্যাস্ত করা হয়।
খুলনা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নতি পাওয়া আহসান উল্লাহ শরিফীর স্থলাভিষিক্ত হলেন তিনি।
সৈয়দ জাকির হাসানের বাবা সৈয়দ আলী সরকার ও মাতা-জাকিরুন নেছা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে পড়াশুনা করেছেন তিনি। ৩৩তম বিসিএস ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে চাকরী জীবনের শুরুতে খুলনা বিভাগে যোগদান করে নড়াইল কালেক্টরেট ও যশোর কালেক্টরেট এ বিভিন্ন পদে চাকরি করেন। ফরিদপুরে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে যোগদানের আগে তিনি যশোর কালেক্টরেট এ এনডিসি এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দক্ষতার পরিচয় দেন। যশোর সদর উপজেলা সহকারী কমিশনার মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের আগে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আরো সংবাদ