আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০৩

মদিনায় বাসে আগুন, ৩৫ ওমরাহযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেক্স :: সৌদি আরবে ওমরাহ যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অপর একটি গাড়ির ধাক্কায় ৩৫ জন নিহত এবং চারজন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে।মদিনা পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

নিহতেদের বেশিরভাগ এশিয়ান ও আরব দেশগুলোর নাগরিক বলে জানিয়েছেন মদিনা পুলিশের মুখপাত্র। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কি না তা তাৎক্ষণিক জানা যায়নি।

সৌদি প্রেস এজেন্সি জানায়, এশিয়ান ও আরব দেশের নাগরিকদের বহনকারী বাসটিতে ৩৯ জন ছিলেন। বেসরকারি পরিবহনের বাসটি একটি লোডারের (সাধারণত নির্মাণকাজে ব্যবহৃত ভারী গাড়ি) সঙ্গে ধাক্কা খায়, এতে বাসটিতে আগুন ধরে যায় এবং এই প্রাণহানি ঘটে।

দুর্ঘটনার তদন্ত শুরু করেছে সৌদি। এছাড়া তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।

আরো সংবাদ