আজ - মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:৩৬

মধ্যরাতে ঢাকায় যুবক কে কু পিয়ে হত্যা।

রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি সিটি বস্তিতে মিলন নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিলন পোশাকশ্রমিক ছিল বলে জানিয়েছেন স্বজনেরা। তিনি রংপুর মিঠাপুকুর উপজেলার আনারুল ইসলামের ছেলে। বর্তমানে রূপনগর দিয়াবাড়ি এলাকায় থাকতেন।

নিহতের বন্ধু সূর্য জানান, মিলন একটি গার্মেন্টসে পোশাকশ্রমিকের কাজ করতেন। গতকাল রাতে তিনি জানতে পারেন দিয়াবাড়ি সিটি কলোনি এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মিলনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। পরে দ্রুত গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মিলনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত