আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৪২

মনিরামপুরের পলাশীতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার।

মুনতাসির মামুন।। যশোরের মণিরামপুর উপজেলার পলাশী গ্রামে এখলাছুর রহমানের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রুদ্রপুর কলেজের ইন্টারমিডিয়েট ২য় বর্ষের ছাত্র।

আজ মঙ্গলবার ভোরে পলাশী গ্রামের একটি মসজিদের পেছনে তাঁর মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

এখলাছুর রহমান পলাশী গ্রামে মামা আতিয়ার রহমানের বাড়ীতে থেকে পড়াশোনা করতেন। আজ ভোরে প্রতিদিনের মত বাসুদেবপুর গ্রামের ইব্রাহিম মাস্টারের কাছে প্রাইভেট পড়তে গিয়েছিলেন ইব্রাহিম। কিছুক্ষণ পর পথিমধ্যে তাঁর লাশ পাওয়া যায়।

মণিরামপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সকালে মসজিদের টিউবওয়েলে পা ধুতে এসে এলাকার একব্যক্তি ইকলাস হোসেনের মরদেহটি দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তা এখনো জানা যায়নি বলেও জানান তিনি।

আরো সংবাদ