আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৩১

মনিরামপুরে যুবক গুলিতে আহত,আটক-৩

যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৫ নম্বর কুলটিয়া ইউনিয়নের কুলটিয়া মোড়ে নিপুন বিশ্বাসের জ্বালানী তেলের দোকানে গুলিতে আহত হয়েছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা মানব মন্ডল (৪০)। গুলি তার বাম উরুতে লাগে। শুক্রবার আনুমানিক রাত নয়টায় এই গুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে প্রথমে সুজাতপুর কাদু স্মৃতি ক্লিনিকে ও পরে অভয়নগরের পালস ক্লিনিকে ভর্তি করা হয়।
তিনি মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মন্ডলের ছেলে। কি কারণে তার উপর হামলা হয়েছে তা জানা যায়নি।
সন্ত্রাসীরা গুলি করে বেরিয়ে যাওয়ার সময় অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটীতে স্থানীয় জনতা ৩ জনকে আটক করে।
আটককৃতরা হলো অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের নারায়ন মন্ডলের ছেলে শিশির মন্ডল (৩০), মণিরামপুর উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার (১৮) ও অভয়নগর উপজেলার বুইকরার মৃত সোহরবের ছেলে হান্নান (৩২) ।
ঘটনার পরপরই মণিরামপুর ও অভয়নগর থানার দুই ওসি ঘটনাস্থলে উপস্থিত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছিল।

আরো সংবাদ