আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:১৮

মফস্বল সাংবাদিকদের সুরক্ষা ও আর্থিক প্রণোদনা দেওয়ার দাবি করলেন সাংবাদিক এস আর সাঈদ।


প্রেস বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকারের প্রতি মফস্বল সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয়
ব্যবস্থা এবং আর্থিক প্রণোদনার প্যাকেজ ঘোষণার দাবি করেছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের
সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ বলেন, ‘করোনাযুদ্ধে
জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত পরিশ্রম করছে সারাদেশের সাংবাদিক সমাজ। তারা সরকারের সফলতা, সীমাবদ্ধতা নিয়ে প্রতিনিয়ত খবর তুলে ধরছে। দেশবাসিকে তথ্যসেবা প্রদান করছে। তাদের
প্রয়োজনীয় সুরক্ষার কোন ব্যবস্থা নেই। ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক সময়ের
আলো পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হুমায়ুন কবীর খোকন
মৃত্যুবরণ করেছেন। তাঁর স্ত্রী ও সন্তানরাও করনায় আক্রান্ত। অপরদিকে করোনা ভাইরাস প্রতিরোধে
কাজ করায় সারা দেশে আরো ৫০ জন সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। খাদ্যের অভাবে
অসংখ্য সাংবাদিক তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে।
এব্যাপারে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ মফস্বল
সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও আর্থিক প্রণোদনার প্যাকেজ
প্রদান করে খাদ্য সংকট দূর করার জন্য সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রীর কাছে জোর দাবী জানিয়েছেন। তিনি আরো বলেন, সরকারী ভাবে সুরক্ষা ও আর্থিক প্রণোদনা প্রদান করলে সাংবাদিকরা উৎসাহিত হবে এবং জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করছে তারা অনূপ্রাণীত হবে।

আরো সংবাদ