আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১১:০৯

মসজিদে প্রতারণার ফাঁদ ফেলে প্রতারকচক্রের লুটে নেওয়া ৪ লক্ষ টাকা উদ্ধার আটক ২

২০ জুন দুপুর ০১:৪৫ মিনিটে যশোর কোতয়ালী মডেল থানাধীন মনিহার নীলগঞ্জ আনারস পট্টির বাইতুল করিম জামে মসজিদের ভিতরে প্রতারক চক্রের সদস্য কর্তৃক খুলনার রূপসার দর্জ্জনী মহল গ্রামের মরহুম আব্দুস সালাম মোল্লার ছেলে আবুল হাসান মোল্লা (৩২), খুলনা ডাক বাংলা মোড়ে ইলেকট্রিক ব্যবসায়ী একই নাম্বারের বিভিন্ন নোটের টাকার লোভে প্রতারিত হয়ে ৩,৮৫,০০০/= টাকা খোয়ায়।

এই বিষয়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে যশোর ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব বেলাল হোসাইন এর নিকট মৌখিকভাবে জানাইলে তিনি আমলে নিয়ে ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএমকে চক্রটিকে সনাক্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে ইং ৯ আগস্ট সন্ধ্যা ০৬:৩০ সময় যশোর মনিহার এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ১ জন সদস্য আশরাফ আলীকে আটক করে তার দেওয়া তথ্য মতে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন কালিনগর এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূল হোতা আকামত আলীকে গ্রেফতার করে, তার বাসা থেকে প্রতারিত আবুল হাসান মোল্লার স্বাক্ষরিত নন-জুডিশিয়াল খালি স্ট্যাম্প, নগদ ২০ হাজার টাকা, জালিয়াতি করার সীল মোহর, একই নাম্বারের ২টি টাকাসহ নতুন টাকা, একাধিক প্রতারিত ব্যক্তির খালি স্ট্যাম্প উদ্ধার করে এলআইসি টীম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারক চক্রের মুল হোতা আকামত আলী মন্ডল প্রতারণার উদ্দেশ্যে একই নম্বরের একাধিক টাকার নতুন নোট তৈরী করে বিভিন্ন ব্যক্তিকে দেখায় এবং প্রতারণার ফাঁদে ফেলে একই নম্বরের মোটা অংকের টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কৌশলে অর্থ আত্মসাৎ করে এবং প্রতারিত ব্যক্তির নিকট থেকে কৌশলে ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে উল্টো তাকে ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শণ করে মর্মে তথ্য প্রমান পায় যশোর ডিবি পুলিশের এলআইসি টীম।

যশোর জেলা গোয়ান্দা পুলিশের এলআইসি টীম প্রতারক চক্রের কাছ থেকে উদ্ধার করেন,১ ব্যক্তিকে ফাসানোর উদ্দেশ্যে প্রস্তুতকৃত জাল দলিল,নড়াইল পৌরসভার সীল মোহর
,নড়াইল থানা শিক্ষা অফিসারের সীল মোহর, একই নম্বরের ২টি ২০ টাকার নোটসহ নতুন ৩টি ১০০ টাকার নোট মোবাইল ফোন-০২টি,০১ (এক) টা ইজিবাইক

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত