আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩৮

মহেরপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক ও হেলপার নিহত

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর নামক স্থানে আজ ভোরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক ও হেলপার নিহত হয়েছেন। মৃতরা হলেন-পাবনার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের মৃত হাশেম ব্যাপারীর ছেলে পিকআপ চালক সাহাদত হোসেন (৪৫) ও একই উপজেলার নাগডেমরা গ্রামের মোজাহার মোল্লার ছেলে পিকআপের হেলপার ফারুক হোসেন (৪২)।
স্থানীয়রা জানান, আজ ভোর সাড়ে ৬টার দিকে মালবাহী একটি পিকআপ নিয়ে চালক সাহাদত ও হেলপার ফারুক চুয়াডাঙ্গার দিক থেকে মেহেরপুর শহরে যাচ্ছিলেন। মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর নামক স্থানে পিকআপ গাড়ীটি নষ্ট হয়ে যায়। গাড়ি মেরামত করার লক্ষ্যে মিস্ত্রীর অপেক্ষায় তারা গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় চুয়াডাঙ্গার দিক থেকে আসা দ্রুতগামি একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। ওই ধাক্কায় সাহাদত ও ফারুক ঘটনাস্থলেই নিহত হয়। সেই সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপটিও দুমড়ে-মুচড়ে যায়।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, খবর পেয়ে পুলিশ ও মেহেরপুর ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে পৌঁচ্ছে নিহত দু’জনের লাশ উদ্ধার করে। নিহতদের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত